top of page

ঈসার ওয়াদাগুলো

ঈসা আপনাকে গুনাহ থেকে মুক্ত করবেন।

পরে ঈসা আবার লোকদের বললেন, “আমিই দুনিয়ার নূর (আলো) । যে আমার পথে চলে সে কখনও অন্ধকারে (গুনাহে) পা ফেলবে না, বরং জীবনের নূর পাবে।” (ইউহোন্না ৮:১২)

ঈসা আপনাকে আনন্দে পূর্ণ করবেন।

ঈসা বললেন, “এই সব কথা আমি তোমাদের বললাম যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়।" (ইউহোন্না ১৫:১১)

ঈসা আপনার প্রার্থনার উত্তর দেবেন।

ঈসা বললেন, "তোমরা আমার নামে যা কিছু চাইবে তা আমি করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়।আমার নামে যদি আমার কাছে কিছু চাও তবে আমি তা করব।" (ইউহোন্না ১৪:১৩-১৪)

ঈসা আপনাকে অনন্ত জীবন দেবেন।

ঈসা বললেন, “আমিই পুনরুত্থান ও জীবন। যে আমার উপর ঈমান আনে সে মরলেও জীবিত হবে।আর যে জীবিত আছে এবং আমার উপর ঈমান আনে সে কখনও মরবে না। তুমি কি এই কথা বিশ্বাস কর?” (ইউহোন্না ১১:২৫-২৬)

ঈসা আপনার দিলের ক্ষুধা ও তৃষ্ণা সন্তুষ্ট করবেন।।

ঈসা তাদের বললেন, “আমিই সেই জীবন্তরুটি। যে আমার কাছে আসে তার কখনও খিদে পাবে না। যে আমার উপর ঈমান আনে তার আর কখনও পিপাসাও পাবে না।" (ইউহোন্না ৬:৩৫)

ঈসা আপনাকে শান্তি দেবেন।

ঈসা বললেন, “তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়া"ছ, তোমরা সবাই আমার কাছে এস; আমি তোমাদের বিশ্রাম দেব।আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র।এতে তোমরা দিলে বিশ্রাম পাবে, কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা।” (মথি ১১:২৮-৩০)

ঈসা আপনাকে নতুন জীবন আর পাক-রূহ নিয়ে পূর্ণ করবেন।

ঈসা দাঁড়িয়ে জোরে জোরে বললেন, “কারও যদি পিপাসা পায় তবে সে আমার কাছে এসে পানি খেয়ে যাক।যে আমার উপর ঈমান আনে, পাক-কিতাবের কথামত তার দিল থেকে জীবন্ত পানির নদী বইতে থাকবে।” সেই পাক-রূহের বিষয়ে ঈসা এই কথা বললেন। (ইউহোন্না ৭:২৭-২৮)

bottom of page